সিরিয়া-রাশিয়া-ইরানকে সতর্ক করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৮ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০১৮

সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে হামলা চালানোর বিষয়ে সিরীয় সরকার এবং এর মিত্র রাশিয়া ও ইরানকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প সতর্ক করে বলেছেন, এটা হবে সবচেয়ে ভয়াবহ মানবিক ভুল। কারণ এসব হামলায় হাজার হাজার মানুষ প্রাণ হারাতে পারেন।

সম্প্রতি সিরীয় বাহিনী জানিয়েছে, তারা দেশটিতে বিদ্রোহীদের শেষ শক্তিশালী ঘাঁটিতে ব্যাপক অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এমন ঘোষণার পর পরই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, সিরীয় বাহিনী বা এর মিত্ররা কোন ধরনের রাসায়নিক অস্ত্র ব্যবহার করলে এর সমুচিত জবাব দেবে ওয়াশিংটন।

সিরীয় বাহিনীর অভিযান সম্পর্কে জাতিসংঘ বলছে, এই অভিযানের কারণে হাজার হাজার মানুষের জীবনে বিপর্যয় নেমে আসতে পারে। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি এক টুইট বার্তায় বলেন, ইদলিবে আসাদ, রাশিয়া ও ইরানের পদক্ষেপের দিকে সবার নজর রয়েছে। তিনি হ্যাশট্যাগে নো কেমিক্যাল ওয়েপনস লিখেও সতর্ক করেছেন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।