মিসরে দাবদাহে নিহত ২১


প্রকাশিত: ০১:০০ পিএম, ১০ আগস্ট ২০১৫

মিসরে দাবদাহের কারণে রোববার পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরো অন্তত ৬৬ জন অসুস্থতায় ভুগছেন। খবর অাল জাজিরার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, রাজধানী কায়রোতে ১৫ জন, মার্শা মাত্রুহ প্রদেশে চারজন এবং কেনা প্রদেশে দুই জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে সাতজন নারী রয়েছেন। যাদের বয়স ৬০ বছরের ওপরে।

শনিবার কায়রোতে ৩৯ ডিগ্রি ও উঁচু অঞ্চলগুলোতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে। এছাড়া সোমবার সকাল পর্যন্ত ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।