ইরাকে ইরানের সামরিক মজুতে নজর ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

ইরাকে ইরানের সামরিক সম্পদে ইসরায়েল নজর দিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গত সোমবার ইরানকে সতর্ক করে দিয়ে বলেন ইরাকে মজুত ইরানের সন্দেহজনক সামরিক সম্পদে আক্রমণ করতে পারে তারা। ইরান যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় বিমান হামলা চালানোর মাধ্যমে এই সামরিক সম্পদ মজুত করেছে বলে জানান তিনি।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারমান বলেন, সিরিয়ায় কি হচ্ছে আমরা তা পর্যবেক্ষণ করছি। এটা খুব স্পষ্ট করে বলা প্রয়োজন যে, ইরান হুমকি দিলেও সিরিয়ায় আমরা আমাদের কার্যক্রম সীমিত করব না।

সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞাসা করা হয় যদি এর সঙ্গে ইরাক যুক্ত হয় তাহলে? যখন একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, ইরান শিয়া প্রতিনিধিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে।

এর জবাবে লিবারমান বলেন, আমি এটা বলতে চাই আমরা ইরানের যে কোনো হুমকিকে প্রতিরোধ করবো। তাছাড়া এটা আমাদের জন্য চিন্তার বিষয় নয় যে সেই হুমকি কোথা থেকে এলো। আমাদের কাছে ইসরায়েলের স্বাধীনতাই হলো সব। আমরা যে কোনো মূল্যে এই স্বাধীনতা রক্ষা করবো।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।