কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট ইরাম হাবিব

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

৩০ বছর বয়সী তরুণী ইরাম হাবিবের নাম এখন ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। কারণ, কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট হিসেবে তিনি চলতি মাসেই যোগ দিচ্ছেন একটি বেসরকারি এয়ারলাইন্সে।

ইরামের যাত্রাটা মোটেও সহজ ছিল না। কাশ্মিরের রাজনৈতিক পরিস্থিতিতে একটি মেয়ে পাইলট হয়ে আকাশে উড়বেন তা অনেকের জন্যেই চিন্তা করা কঠিন। তবে ইরাম ছোট থেকেই স্বপ্ন দেখেছেন। আর তার সেই স্বপ্নকে সফল করতে সবসময়েই ইরামের পাশে ছিলেন তার বাবা।

ইরাম হাবিবের বাবা কাশ্মীরের সরকারি হাসপাতালে অস্ত্রোপচারের জিনিসপত্র সরবরাহ করেন।

বর্তমানে দিল্লিতে প্রশিক্ষণ চলছে ইরামের। কমার্শিয়াল পাইলট হওয়ার লাইসেন্স পাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। কাশ্মিরের প্রথম মুসলিম নারী পাইলট হওয়ার পর তিনি জানিয়েছেন, ‘সবাই খুব অবাক হয়ে যাচ্ছে একজন মুসলিম মেয়ে হয়ে আমি কিভাবে পাইলট হয়ে গেলাম। কিন্তু আমি এখন সেসব ভাবছি না। আমি শুধুই এখন আমার লক্ষ্যে এগিয়ে যেতে চাই।’

ইরামের আগে একইভাবে নাম কুড়িয়েছেন আয়েশা আজিজ। ২১ বছর বয়সী আয়েশা ছিলেন সর্বকনিষ্ঠ মুসলিম নারী পাইলট।

এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।