বন্যার পর কেরালার নতুন আতঙ্ক ইঁদুর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৮

শতাব্দীর ভয়াবহতম বন্যা এখনও কাটিয়ে উঠতে পারেনি ভারতের কেরালা রাজ্য। বিধ্বংসী এই বন্যা কেড়ে নিয়েছে রাজ্যটির চারশোরও বেশি মানুষের প্রাণ। ঘরছাড়া রয়েছে বহু মানুষ। এখনও নিখোঁজদের খোঁজে তৎপরতা চালাচ্ছে সেখানকার প্রশাসন।

এমন পরিস্থিতেত নতুন এক সমস্যার সম্মুখীন সেখানের মানুষ। এবার সমস্যা ইঁদুর বাহিত এক রোগকে ঘিরে। বন্যার পর কেরালায় ইঁদুর বাহিত রোগ লেপ্টোস্পিরোসিসের আতঙ্ক গ্রাস করছে কেরালাকে। এ পর্যন্ত এই রোগে সংক্রমিত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে ১৫ জনের। কোঝিকোড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন ৪০ জন।

তবে কেরালার স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, এ নিয়ে অত্যধিক আতঙ্কগ্রস্ত হওয়ার প্রয়োজন নেই। পরিস্থিতি মোকাবেলার জন্য উপযুক্ত পরিমাণ ওষুধ মজুত রয়েছে। বিনামূল্য এই সমস্ত ওষুধ দেয়া হচ্ছে রোগীদের।

গত জুন থেকে কেরালার ইতিহাসের ভয়াবহতম বন্যায় প্রায় চারশ জন মারা গেছেন। গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। উদ্ধার করা হয়েছে ৭ লাখ ২৪ হাজার ৬৪৯ জনকে। এখনো বহু মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। তবে বন্যার পানি নেমে যাওয়ায় অনেকে নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে। এ বন্যাকে শতাব্দীর সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।