ভূকম্পনে কাঁপলো ভারত পাকিস্তান
ভারত ও পাকিস্তানের কয়েকটি অঞ্চলে রিখটার স্কেলে ৬ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
ভারতের নয়া দিল্লি, কাশ্মীর এবং উত্তরাঞ্চলের কিছু এলাকায় এ ভূকম্পন অনুভূত হয়েছে। এসময় লোকজন বাসা-বাড়ি থেকে ভয়ে রাস্তায় নেমে অাসেন।
অন্যদিকে, পাকিস্তানের লাহোর, ইসলামাবাদ, ফয়সালাবাদ, মিয়ানওয়ালি, পেশোয়ার ও সারগোদাহও ভূকম্পনে কেঁপে ওঠে। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগানিস্তানের ফয়েজাবাদ থেকে ৮৮ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠের ২০৯ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে বল জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ।
এসআইএস/এমআরআই