মাদক সেবনের প্রতিবাদ করায় কিশোরকে নির্যাতন


প্রকাশিত: ১১:১৯ এএম, ১০ আগস্ট ২০১৫

মাদক সেবনের প্রতিবাদ ললালমনিরহাটে মাহাবুব হোসেন (১৪) নামে এক কিশোর নির্যাতনের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামে। সোমবার দুপুরে লালমনিরহাট সদর হাসপাতালে গিয়ে দেখা যায় মাহাবুব হোসেন হাসপাতালের তৃতীয় তলায় ৩৩ নং বেডে কাতরাচ্ছেন।

জানা গেছে, মাদক সেবনের প্রতিবাদ করায় রোববার বিকেলে ফুলগাছা গ্রামের জমির উদ্দিনের ছেলে মাহাবুব হোসেনকে বেধড়ক পিটিয়েছে একদল দুর্বৃত্ত। নির্যাতনের এক পর্যায়ে মৃত ভেবে ওই কিশোরকে জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরে তাকে মুমূর্ষু অবস্থায় জঙ্গল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করায়।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার বিকেলে মাসুদ, সুজন ও জনি নামের স্থানীয় তিন যুবকের মাদক সেবন করা অবস্থায় মাহাবুব দেখে ফেলে এবং সেবনের কথা তাদের অভিভাবককে জানালে যুবকরা ক্ষিপ্ত হয়ে ওঠে মাহাবুবের উপর। এদিকে রোববার বিকেলে মাহাবুব সাইকেল চালিয়ে ফুলগাছ বাজারের দিকে যাওয়ার সময় তার গতিরোধ করে ওই দুর্বৃত্তরা।

পরে তাকে সাইকেল থেকে নামিয়ে ফুলগাছ কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে নিয়ে প্যান্টের বেল্ট দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি পেটাতে থাকে। নির্যাতনের এক পর্যায়ে শারীরিকভাবে দূর্বল হয়ে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে মৃত ভেবে ক্লিনিকের পাশে এক জঙ্গলে ফেলে দেয়। আহত কিশোরকে দ্রুত জঙ্গল থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে তার বাবা জমির উদ্দিন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নুর- ই- ফেরদৌসি জানান, শিশুটিকে বেদম প্রহার করা হয়েছে। সে বুকে প্রচণ্ড আঘাত পেয়েছে।

লালমনিরহাট সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম মাহফুজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, রোববার রাতেই ওই কিশোরের বাবা জমির উদ্দিন বাদী হয়ে তিন যুবককে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রবিউল হাসান/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।