ছেলেদের বিয়ের বয়স কমানোর সুপারিশ ভারতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৮

১৮ বছর বয়সেই যদি একজন মানুষ প্রাপ্তবয়স্ক হবে, সেই বয়সেই তাকে ভোটাধিকার দেয়া হবে, তাহলে পুরুষদের জন্য ১৮ বছর বয়সকে আইনত বিয়ের বয়স হিসেবে কেন ধরা হবে না? এমনই প্রশ্ন ভারতীয় ল’ কমিশনের।

এই যুক্তিতেই ছেলেদের বিয়ের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ করার সুপারিশ করেছে কমিশন। ছেলে ও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সের যে ফারাক আছে তা লোপ করার পক্ষেই কমিশন। কলকাতাটুয়েন্টিফোরের প্রতিবেদনে এসব উল্লেখ করা হয়েছে।

কমিশন বলছে, ইন্ডিয়ান মেজরিটি অ্যাক্ট, ১৮৭৫ অনুযায়ী পুরুষ ও মহিলা নির্বিশেষে সকলের আইনত বিয়ের বয়স ১৮ হওয়া উচিৎ। পুরুষ ও মহিলার বিয়ের বয়সের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিৎ নয়। কমিশন মনে করে, ছেলে ও মেয়েদের বিয়ের ন্যূনতম বয়সে পার্থক্যের কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই।

১৮ বছর বয়সে একটি মেয়ে আইনত বিয়ের যোগ্য হলে একই বয়সে একটি ছেলে কেন হবে না তার জবাব কারো কাছে নেই বলে মনে করে কমিশন।

কমিশনের ব্যাখ্যা, প্রচলিত ধারণার বশবর্তী হয়েই ছেলে ও মেয়ের বিয়ের ন্যূনতম বয়সে পার্থক্য রাখা হয়েছে। অনেকে মনে করেন স্ত্রীর বয়স স্বামীর চেয়ে কম হওয়া উচিত। এ ছাড়া ১৮ বছর বয়সে কেউ যদি সরকার নির্বাচিত করার অধিকার পায় তাহলে জীবনসঙ্গী বাছার অধিকার থেকে কেন বঞ্চিত করা হবে?

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।