আগাম জামিন পেলেন না মতিউর রহমান


প্রকাশিত: ০৯:০২ এএম, ১০ আগস্ট ২০১৫

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা মামলায় বরিশালের আদালতে আগাম জামিন নিতে এসে ফিরে গেলেন প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমান। সোমবার দুপুর ১২টার দিকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক বেগম নূসরাত জাহান তাকে মামলার নির্ধারিত তারিখ ১০ সেপ্টেম্বর আসার নির্দেশ দেন।

বিবাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এসএম ইকবাল মামলার আরজির বরাত দিয়ে জানান, প্রথম আলোয় প্রকাশিত সংবাদে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ২০১৪ সালের বরিশাল নগর ওলামা লীগের সাধারণ সম্পাদক বশিরউল্লাহ আতাহারি মামলাটি দায়ের করেন। এ মামলায় সমন হলে প্রথম আলোর সম্পাদক আদালতে হাজির হয়েছিলেন। তবে বাদি পক্ষের আইনজীবী নির্ধারিত তারিখের আগে হাজির হওয়াতে তাদের প্রস্তুতি না থাকার জন্য আপত্তি জানান। এজন্য বিচারক জামিনের শুনানি বাতিল করে নির্ধারিত তারিখে আসার নির্দেশ দেন।

তবে এ নিয়ে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান কোনো মন্তব্য করতে রাজী হননি।

সাইফ আমীন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।