পাকিস্তানে শিশুদের যৌন নিপীড়ন, আটক ৭


প্রকাশিত: ০৮:২২ এএম, ১০ আগস্ট ২০১৫

পাকিস্তানে শত শত শিশুকে যৌন নিপীড়ন ও চাঁদাবাজির অভিযোগে সন্দেহভাজন সাত জনকে আটক করেছে পুলিশ। সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী শাহবাজ শরীফ শত শত শিশুকে যৌন নিপীড়নের এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, একটি চক্র শিশুদের যৌন নিপীড়নের এসব ভিডিও অভিভাবকদের দেখিয়ে ব্লাকমেইলিং করতো। অভিভাবকদের কাছ থেকে অর্থও হাতিয়ে নিতো। পাঞ্জাবের কাশুর শহরের একটি গ্রাম এ কাজের কেন্দ্র ছিল।

পুলিশ যৌন নিপীড়নের অন্তত ২০ টি ভিডিও উদ্ধার করেছে।

পুলিশের কাছে অভিযোগ করা হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। ফলে গত সপ্তাহে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে নিপীড়নের শিকার শিশুদের অভিভাবকরা। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।

পাকিস্তানের ইতিহাসে এটিই সবচেয়ে বড় শিশু যৌন নিপীড়নের ঘটনা। গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, এ ঘটনায় অন্তত ২৮০ জন শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। যাদের বয়স ১৪ বছরের নিচে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।