আলোর নাচন পাতায় পাতায়


প্রকাশিত: ০৮:১৯ এএম, ১০ আগস্ট ২০১৫

প্রকাশ হলো রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘আলোর নাচন পাতায় পাতায়’। সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা থেকে প্রকাশিত হয়েছে গোলাম হায়দার ও বিলু সিদ্দিকীর গাওয়া রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘আলোর নাচন পাতায় পাতায়’।

রোববার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হয়েছে। এ সময়ে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী তপন মাহমুদ, আমিনা আহমেদ, বিশ্বজিৎ রায় ও জি-সিরিজের কর্নধার নাজমুল হক ভুঁইয়া প্রমুখ।

প্রকাশিত অ্যালবামে রয়েছে ১০টি গান। গান গুলোর শিরোনাম হলো ‘এই তো ভাল লেগেছিল’, ‘আজি মর্মও ধ্বনি কেন’, ‘ওগো শোন কে বাজায়’, ‘বনে যদি ফুটল’, ‘এ পারে মুখর হলো’, ‘আজি বর্ষ রাতের শেষে’, ‘এসো শ্যামল সুন্দর’, ‘পিনাকেতে লাগে টঙ্কার’, ‘আমার দোসর যে জন’ ও ‘গো ও না রে না রে’।

পুরো অ্যালবামের সঙ্গীতায়োজন করেছেন ইফতেখার হোসেন সোহেল।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।