এসিড সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
সারাদেশে এসিড সহিংসতা এবং কিশোরগঞ্জের রিপা রানী পণ্ডিতকে জোরপূর্বক এসিড পানে বাধ্য করার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে এসিড সারভাইভারস ফাউন্ডেশন। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এসিড সারভাইভারস ফাউন্ডেশন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৬ জুলাই কিশোরগঞ্জের কাটিয়সদিতে রিপা রানী পণ্ডিত তার স্বামীর বাড়িতে এসিড সহিংসতার শিকার হন। তার স্বামীর ইন্ধনে শ্বশুর শাশুড়ি তার মুখে জোরপূর্বক এসিড ঢেলে দেয় এবং তা পানে বাধ্য করে।
রিপার প্রতি এসিড সহিংসতার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন,এসিড অপরাধ দমন আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই এই মামলার বিচার সম্পন্ন করতে হবে।
এসিড মামলার অভিযুক্ত আসামীরা যেন কোনভাবেই জামিনে বের হতে না পারে সেজন্য যথাযত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বানও জানান বক্তারা।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই সংঘটিত ৮ টি এসিড সহিংসতায় ৯জন মারাত্নকভাবে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে শ্যামলী (২৫),লালবানু (৩০), আলমগীর (৩৫),যশোরের স্কুল ছাত্রী সুমাইয়া (১৩),বগুড়ার আব্দুল হামিদ (৫০),গাজীপুরের সুমতি রানী দাস (৩৫), কুমিল্লার পরিমল চক্রবর্তী (৪০), এবং বিষুপ্রিয়া চক্রবর্তী(৩৫) এসিড সহিংতার শিকার হন।
এসিড সারভাইভারস ফাউন্ডেশনের তথ্যমতে ১৯৯৯ সাল থেকে জুলাই ২০১৫ পর্যন্ত ৩২৭০ টি ঘটনায় ৩৬২৫ জন এসিড আক্রান্ত হয়েছে। তার মধ্যে নারী ১৮৪৭ জন, পুরুষ ৯০১ জন এবং শিশু ৮৭৭ জন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ,ম্যানেজার মৌসুমি শারমিন, বোর্ড মেম্বার এ কে এম মাসুদ আহমেদ, সংগঠনের সমন্বয়কারী এ কে আজাদ প্রমুখ।
আএসএস/এসকেডি/পিআর