ফার্গুসনে কৃষ্ণাঙ্গ হত্যার বর্ষপূর্তিতে বিক্ষোভ, গোলাগুলি
যুক্তরাষ্ট্রের মিসৌরির ফার্গুসনে কৃষ্ণাঙ্গ কিশোরকে হত্যার বর্ষপূর্তির বিক্ষোভে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের ছোড়া গুলিতে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কাউন্টি পুলিশ।
সেন্ট লুইস পুলিশের একজন কর্মকর্তা জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর ভারী গুলিবর্ষণ শুরু করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় বিক্ষোভকারীদের ছোড়া গুলিতে পুলিশের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
এসময় অন্তত একজনকে আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রোববার সকালে কৃষ্ণাঙ্গ ব্রাউনের নিহত হওয়ার স্থানে শত শত মানুষ সাড়ে চার মিনিটের নীরবতা পালন করে। প্রথমদিকে শান্তিপূর্ণ বিক্ষোভ করতে থাকলেও রাতে তা সংঘর্ষে রুপ নেয়। এ ঘটনার পর পশ্চিম ফ্লোরিশ্যান্ট অ্যাভিনিউয়ে অতিরিক্ত দাঙ্গা পুলিশ অবস্থান নিয়েছে। এছাড়া ভারী অস্ত্রে সজ্জিত সাঁজোয়া যানও সেখানে দেখা গেছে।
উল্লেখ্য, গত বছরের ৯ আগস্ট ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হয়। পরে নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার দায়ে পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিচারের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
এসআইএস/পিআর