বার্সার হয়ে ১০ নম্বর জার্সি পরছেন না মেসি!
১০ নম্বর জার্সি বিশ্ব ফুটবলের ইতিহাসে আলাদা জায়গা করে নিয়েছে। ক্লাব বা জাতীয় দল সবাই চায় এই জার্সি গায়ে দিতে। সেখানে বার্সেলোনার ১০ নম্বর জার্সিধারী কিংবদন্তী লিওনেল মেসি নবাগত আর্দা তুরানকে এই জার্সি দিতে চাচ্ছেন। ‘স্পোর্ট’কে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তুরস্কের এই তরুণ।
মেসি মেরুন-নীল রঙের সেই ১০ নম্বর জার্সিটি দিয়ে দিতে চেয়েছেন বার্সিলোনায় সদ্য সই করা আর্দা তুরানকে। তুরান জানান মেসি তাকে বলেছেন, ‘যদি তুমি চাও ১০ নম্বর জার্সি তোমার হবে।’
মেসির এই কথার উত্তরে তুরান বলেছেন, ‘আমি যখন তুরস্কের জাতীয় দলে সুযোগ পেলাম, তখন আমার জার্সি নম্বর ছিল ১৪। কারণ আমার বাবা জোহান ক্রুয়েফের ভক্ত। আমার কাছে জার্সি নম্বর গুরুত্বপূর্ণ নয়। জানুয়ারিতে ঠিক করবো কোন জার্সি পরবো।’
আগামি জানুয়ারি পর্যন্ত বার্সেলোনার ফুটবলার নেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই তুরানকে সই করালেও জানুয়ারির আগে তাকে খেলাতে পারছেন না এনরিকে।
আরটি/এসকেডি/এমএস