ছিটমহলের ল্যান্ড রেকর্ড হস্তান্তর আজ


প্রকাশিত: ০৪:২২ এএম, ১০ আগস্ট ২০১৫

বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন ভূখণ্ড হিসেবে যোগ হওয়া ছিটমহলগুলোর ল্যান্ড রেকর্ড (দলিল) হস্তান্তর হবে আজ। সোমবার ভারতীয় সকাল সাড়ে ১১টায় পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার চ্যাংরাবান্দায় দুই দেশের ছিটমহলগুলোর (বাংলাদেশ ১১১টি ও ভারত ৫১টি) ল্যান্ড রেকর্ড হস্তান্তর অনুষ্ঠিত হবে।

এ সময় বাংলাদেশ থেকে ভারতে যেতে ইচ্ছুক ৯৮৯ জন কবে-কিভাবে কোন সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবেন এ বিষয়টি নিয়ে আলোচনা হবে। এছাড়া ছিটমহলের বিভিন্ন দিক নিয়ে কথা হবে।

এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।