ফ্লোরিডায় ভিডিওগেমস টুর্নামেন্টে গোলাগুলিতে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৪ এএম, ২৭ আগস্ট ২০১৮

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ভিডিওগেমস টুর্নামেন্টে গোলাগুলিতে কমপক্ষে চারজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও বেশ কয়েকজন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। খবর ।

স্থানীয় সময় রোববার বিকেলে ফ্লোরিডার জ্যাকসনভিলের একটি বিনোদন কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর খবর থেকে জানা গেছে, স্থানীয় সময় রোববার বিকেলে জ্যাকসনভিলের একটি রেস্টুরেন্টে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটে ভিডিওগেমস টুর্নামেন্ট সরাসরি দেখানো হচ্ছিল। এ সময় এক বন্দুকধারী ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

তবে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, গোলাগুলিতে ১৪ জন গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে চারজন মারা গেছেন। গুলিবিদ্ধ বাকি ১০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর স্থানীয় একটি আইন প্রয়োগকারী সংস্থার প্রাথমিক রিপোর্টে বলা হয়, বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১১ জন গুলিবিদ্ধ হয়েছেন, যাদের মধ্যে চারজন ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত এক সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তবে এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এদিকে এক টুইট বার্তায় ঘটনাস্থলের আশপাশ থেকে লোকজনকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে জ্যাকসনভিল শেরিফ অফিস।

এমবিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।