যুক্তরাষ্ট্রে ব্রাউন হত্যার এক বছর: সাড়ে চার মিনিটের নীরবতা


প্রকাশিত: ০২:৩৪ এএম, ১০ আগস্ট ২০১৫

যুক্তরাষ্ট্রে মিসৌরিতে এক শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ তরুণ মাইকেল ব্রাউন নিহত হবার এক বছর পূর্তিতে সেখানে জড়ো হয়ে শত শত মানুষ সাড়ে চার মিনিট নীরবতা পালন করেছেন। খবর বিবিসি।

নাগরিক অধিকার বিষয়ে কাজ করা মানুষেরা জানিয়েছেন, মাইকেলের মৃতদেহটি গুলিবিদ্ধ হয়ে যে সাড়ে চার ঘণ্টা সময় ধরে রাস্তায় পড়ে ছিল, তার স্মরণেই সাড়ে চার মিনিটের নীরবতা পালন করা হলো।

ঐ ঘটনার পর দেশব্যাপী বর্ণবিদ্বেষ এবং পুলিশের আচরণ নিয়ে পুনরায় বিতর্ক শুরু হয়। বছরের শুরুতে দেশটির বিচার মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়, ফার্গুসনের পুলিশ বিভাগ ব্যপক বর্ণবিদ্বেষী।

তবে, শহরের মেয়র বলেছেন, এক কঠিন সময় পেরিয়ে এখন আমাদের সামনের কথা ভাবতে হবে। মেয়র জেমস নোলস দ্য থার্ড বলছেন, গত বছরটি খুবই কঠিন ছিল আমাদের জন্য।

কিন্তু বর্তমান বছরটি আমাদের জন্য অনেক আশারও, কারণ আমরা অনেক পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়েছি। আর আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সেটি করতে হবে।

গত অগাস্টে ফার্গুসনের সেন্ট লুইস উপশহরে ওই কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। এরপর আদালতের একজন জুরি বলেন, তারা ড্যারেন উইলসন নামের ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনছেন না, কারণ তিনি আত্মরক্ষার্থে গুলি করেছিলেন বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে।

সে সময় নিহত তরুণটির পরিবার এবং প্রেসিডেন্ট বারাক ওবামাও ঐ সিদ্ধান্তের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।