মক্কায় বাংলাদেশি হাজির আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৬ আগস্ট ২০১৮

পবিত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর বাংলাদেশি এক হাজি সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় আত্মহত্যা করেছেন। রোববার সৌদি আরবের আরবি ভাষার দৈনিক আল সাবাকের বরাত দিয়ে গালফ ডিজিটাল অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশি ওই হাজির বয়স ৬০ বছর। মক্কার মাসফালা এলাকার একটি হোটেলে ছিলেন তিনি। সেখানে হোটেলের টয়লেটে সিলিংয়ের সঙ্গে তার মরদেহ ঝুলন্ত ছিল।

আল সাবাক বলছে, বাংলাদেশি এ হাজির আত্মহত্যার সঙ্গে কোনো ধরনের সন্দেহজনক অপরাধের প্রমাণ পাওয়া যায়নি। তিনি স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন বলে পুলিশের এক তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে।

নিহত ওই বাংলাদেশির মরদেহ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এর আগে গত শুক্রবার মক্কার পবিত্র গ্র্যান্ড মসজিদে আত্মহত্যা করেন এক ইরাকি হাজি। শারীরিক অসুস্থতায় ভোগার কারণে তিনি আত্মহত্যা করেন। গত জুনে গ্র্যান্ড মসজিদের প্রথম তলা থেকে লাফিয়ে আত্মহত্যা করেন এক বাংলাদেশি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।