ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি নারী আটক

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ২৪ আগস্ট ২০১৮

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় পশ্চিমবঙ্গের নদীয়ার মধুপুরে সালমা নামে এক বাংলাদেশি নারীকে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বৃহস্পতিবার ভারতে অনুপ্রবেশের সময় সালমাকে আটক করা হয়।

বিএসএফ জানিয়েছে, সালমা খাতুন এবং তার স্বামী জলিল মণ্ডল সীমান্ত পার হয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। বিএসএফ-এর জওয়ানরা তাদের তাড়া করে ও সালমা খাতুনকে ধরে ফেলে। তবে তার স্বামীকে ধরতে পারেনি।

তাড়া খেয়ে জলিল মণ্ডল সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যেতে সক্ষম হয়। সালমা খাতুনের কাছ থেকে ২ লাখ ৫৫ হাজার ৭৮০ টাকা (ভারতীয় টাকা) উদ্ধার করা হয়েছে। পরে বিএসএফরা তাকে ভীমপুর পুলিশের হাতে তুলে দিয়েছে।

এমআরএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।