ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে টেলিনর ইয়ুথ ফোরাম


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ০৯ আগস্ট ২০১৫

প্রযুক্তির রূপান্তর ও বিশ্বব্যাপী তরুণদের ক্ষমতায়নের উদ্দেশ্যে গ্রামীণফোনের মূলসত্তা নরওয়ে ভিত্তিক ‘টেলিনর’ গ্রুপের উদ্যোগে ডিসেম্বরে অসলোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে `টেলিনর ইয়ুথ ফোরাম`। টেলিনরের ব্যবসা আছে এমন ১৩টি দেশের ২৬ জন বাছাইকৃত তরুণ মূল প্রতিযোগিতায় অংশ নেবেন।

রোববার রাজধানী ঢাকায় প্যান প্যসিফিক সোঁনারগাও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে টেলিনরের অঙ্গ প্রতিষ্ঠান গ্রামীণফোন।

হেড অব এক্সটারনাল কমিউনিকেশন সৈয়দ থালাত কামাল  সংবাদ সম্মেলনে বলেন, টেলিনরের ব্যবসা আছে এমন ১৩টি দেশের ২৬ জন বাছাইকৃত তরুণ মূল প্রতিযোগিতায় অংশ নেবে। ইতোমধ্যে বাংলদেশের আগ্রহী অংশগ্রহণকারীদের নিবন্ধন শুরু হয়েছে।

এ সময় ২০১৪ সালে টেলিনর ইয়ুথ সামিটে অংশ নেয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল হক সিফাত ও নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী নওসীন মেহজাবিন চৌধুরীর অভিজ্ঞতার কথা শুনানো হয়।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন- গ্রামীণফোনের ফর এক্সপারটাইজ, পিপলস অর্গনাইজেশন বিভাগের পরিচালক সৈয়দ তানভীর হোসেন প্রমুখ।

আরএম/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।