বিএসএমএমইউ’তে চালু হচ্ছে জেনারেল ইমার্জেন্সি


প্রকাশিত: ০৩:১৮ পিএম, ০৯ আগস্ট ২০১৫

জেনারেল ইমার্জেন্সি (সাধারণ জরুরি) সেবা চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। জরুরি এ সেবা চালু হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মতো বিএসএমএমইউ হাসপাতালেও আগত মুমূর্ষু রোগীসহ সব ধরনের রোগীকে দ্রুত প্রয়োজনীয় জরুরি চিকিৎসা, রোগ নির্ণয়ে পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করা যাবে। আগামী দুই মাসের মধ্যে জেনারেল ইর্মাজেন্সি সেবা চালু হবে আশা করছে কর্তৃপক্ষ।

বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবদুল মজিদ ভুঁইয়ার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি খবরের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, জেনারেল ইর্মাজেন্সি চালুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। কেবিন ব্লকের নীচ তলায় আগামী মাস দুয়েকের মধ্যেই এ সেবা চালু হবে।

রোগীদের উন্নত ও সার্বক্ষণিক চিকিৎসার বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসানের পরিকল্পনা ও নির্দেশনায় সার্বক্ষণিক এ জরুরি সেবা চালু হতে যাচ্ছে বলে জানান তিনি।

নেপথ্যের কারণ অনুসন্ধানে জানা গেছে, বিগত কয়েক বছর যাবত বিএসএমএমইউ`তে পাঁচ বছর মেয়াদি উচ্চ শিক্ষার (এমডি ও এমএস) রেসিডেন্সি কোর্স চলছে। মোট ৩০টি বিষয়ে দেশ-বিদেশের তিন শতাধিক শিক্ষার্থী এ কোর্সে ভর্তি হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সিনিয়র শিক্ষক জাগো নিউজকে জানান, সম্পুর্ণ আবাসিক ভিত্তিতে পরিচালিত এ কোর্সে হাতে-কলমে শিক্ষা লাভের জন্য সাধারণ জরুরি বিভাগের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা অত্যাবশ্যক। কিন্তু সাধারণ জরুরি বিভাগ চালু না থাকায় শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা মারাত্মকভাবে  ব্যাহত হচ্ছে। মূলত এ লক্ষ্যেই জেনারেল ইর্মাজেন্সি চালু হচ্ছে।

নির্ভরযোগ্য দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিষয়ভিত্তিক কার্ডিওলজি, অর্থোপেডিকস, নিউরোসার্জারি, গাইনী অ্যান্ড অবস ও পেডিয়েট্রিক জরুরি বিভাগ চালু রয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বিএসএমএমইউ`তে ১৫শ’ বেডের হাসপাতাল রয়েছে। এ হাসপাতালের অধীনে  বিষয়ভিত্তিক ৫টি জরুরি বিভাগ খোলা হলেও এগুলো খুব ভালোভাবে চলছে না বলে সাধারণ রোগীদের অভিযোগ। মুমূর্ষু রোগী নিয়ে জরুরি বিভাগে গেলে প্রায় সময়ই রোগীদের ঢাকা মেডিকেল কলেজসহ অন্যান্য হাসপাতালে রেফার করা হচ্ছে।

হাসপাতালের পরিচালক আবদুল মজিদ ভুইয়া জানান, বিএসএমএমইউ’র আউটডোরে প্রতিদিন গড়ে প্রায় ৫ হাজার রোগী চিকিৎসা গ্রহণ করছে। গড়ে প্রতিদিন ১৩০টি থেকে ১৫০টি অস্ত্রোপচার হচ্ছে।

জেনারেল ইমার্জেন্সি চালুর মাধ্যমে রোগীরা উন্নতমানের জরুরি চিকিৎসা পাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন পরিচালক আবদুল মজিদ ভুইয়া।

# বেড ফাঁকা থাকলে রোগী ফেরত নয় : ভিসি

এমইউ/আরএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।