সেই ইয়াছিন মিয়াকে সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল
নারায়ণগঞ্জে সাত খুন মামলার অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া ইয়াছিন মিয়াকে সাধারণ সম্পাদকের পদে পুনর্বহাল করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমানের সভাপতিত্বে এক কার্যকরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভা শেষে সাত খুন মামলার অপর আসামি অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়া সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিক শ্রমিক দলের অর্ধ শতাধিক কর্মী নিয়ে আওয়ামী লীগের যোগদান করেন।
কার্যকারী সভায় উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু প্রমুখ।
সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান জানান, ইয়াছিন মিয়াকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহিত দেয়া হয়েছিল। রোববার এক কার্যকরী সভায় সর্ব সম্মতিক্রমে ইয়াছিন মিয়াকে আবারো সাধারণ সম্পাদক পদে পুনর্বহাল করা হয়েছে। এছাড়াও ওই তারিখে আনোয়ার হোসেন আশিক শ্রমিক দল থেকে আওয়ামী লীগে যোগদান করেছেন।
প্রসঙ্গত, গত বছরের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে ঢাকা-নারায়ণগঞ্জ লিঙ্করোড থেকে অপহরণ করা হয়। ৩০ এপ্রিল শীতলক্ষ্যা থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা থানায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাসিকের ৪নং ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর নূর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, বিউটির চাচা ব্যবসায়ী হাসমত আলী হাসু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, বিএনিপ নেতা ইকবাল হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আশিকের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
ঘটনার পর থেকে তারা দেশ থেকে পালিয়ে যায়। ২০১৪ সালের ১০ মে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের এক কার্যকারী সভায় নূর হোসেন ও ইয়াছিন মিয়াকে তাদের স্ব স্ব পদ থেকে বহিষ্কার করা হয়।
গত ৯ এপ্রিল দীর্ঘ এক বছর তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ডিবির ওসি মামুনুর রশিদ মন্ডল নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাত খুনের ঘটনায় নূর হোসেন, র্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব্যাহতিপ্রাপ্ত) তারেক সাঈদ মোহাম্মদ, মেজর (অব্যাহতিপ্রাপ্ত) আরিফ হোসেন ও লে. কমান্ডার (অব্যাহতিপ্রাপ্ত) এম এম রানাসহ ৩৫ জনকে অভিযুক্ত আদালতে অভিযোগপত্র দাখিল করে।
অভিযোগপত্র থেকে ইয়াছিন মিয়া, আমিনুল হক রাজু, ইকবাল, আনোয়ার হোসেন আশিক ও হাসমত আলী হাসুকে অব্যাহতি দেয়া হয়। অভিযোগপত্র থেকে অব্যাহতি পাওয়ার পর তারা দেশে ফিরে আসেন।
হোসেন চিশতী সিপলু/এআরএ/আরআইপি