ইতালিতে আকস্মিক বন্যায় ১১ পর্বতারোহীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৩ পিএম, ২১ আগস্ট ২০১৮

ইতালির দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ১১ পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। ওই পর্বতারোহীরা ক্যালেব্রিয়া এলাকার একটি ন্যাশনাল পার্কের একটি গিরিখাতের সরু রাস্তা দিয়ে হাঁটছিলেন।

Italy-2

ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা পরিস্থির কারণে ওই পর্বতারোহীদের মৃত্যু হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান কার্লো তানসি ইতালিয়ান টিভিকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ওই এলাকা থেকে আরও ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুও রয়েছে। ছয়জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ঠিক কতজন নিখোঁজ রয়েছেন সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সোমবার রাতভর পোলিনো ন্যাশনাল পার্কে উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হয়।

Italy-3

কার্লো তানসি সাংবাদিকদের বলেন, আকস্মিক বন্যার আঘাতে ওই পর্বতারোহীদের মৃত্যু হয়েছে। বন্যার পানি তাদের ভাসিয়ে নিয়ে গেছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।