চার্জশিটের প্রতিবাদে ওসির অপসারণ দাবি


প্রকাশিত: ০১:৪৭ পিএম, ০৯ আগস্ট ২০১৫

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দেয়ার প্রতিবাদে ওসির অপসারণ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এসময় তারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলমের অপসরণ দাবি করে ২৪ ঘণ্টার  আল্টিমেটাম দেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বাবুগঞ্জ কলেজ গেট থেকে মিছিলটি বের করা হয়।  উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান মিলনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি মোস্তফা কামাল চিশতী, ইঞ্জি. শাহরিয়ার আহম্মেদ শিল্পি ও মহিলা লীগের সম্পাদিকা শিবানী দাস প্রমুখ।

বক্তরা বলেন, পুলিশ ওয়ার্কাস পার্টির পরামর্শে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে চার্জশিট দিয়েছে।  এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসি শাহ আলমকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে হুমকি দেন।

সাইফ আমীন/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।