সরকারি গাড়ি নিলামে তুলবেন ইমরান
প্রতিবেশী সব দেশের সঙ্গেই আলোচনা চান ইমরান খান। চান সম্পর্ক স্বাভাবিক করতে। শান্তি প্রতিষ্ঠা করতে চান তিনি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরের দিন জাতির উদ্দেশে প্রথম বক্তৃতায় একথা বলেন তিনি। রোববার রাতে ঘণ্টাখানেকের ওই ভাষণে ভারত বা অন্য কোনও দেশের নাম করেননি ইমরান। তবে বলেছেন, প্রতিবেশীদের সবার সঙ্গে আমার কথা হয়েছে। আমি সম্পর্কের উন্নতি চাই। তা না হলে পাকিস্তানে শান্তি আসবে না।
দেশের বর্তমান আর্থিক সঙ্কট, ২৮ লাখ কোটি টাকা দেনার বোঝার জন্য আগের সরকারকে দায়ী করে ইমরান বলেন, অর্থের অপচয় রুখবেন তিনি। প্রধানমন্ত্রীর বাসভবনে ৫২৪ জন পরিচালক, ৮০টা গাড়ি, এর মধ্যে ৩৩টা বুলেটপ্রুফ গাড়ি। এসব প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমি দু’জন সাহায্যকারী রাখব আর দু’টো বুলেটপ্রুফ গাড়ি থাকবে। বাকি গাড়িগুলো নিলাম করে টাকাটা সরকারি কোষাগারে দিয়ে দেব। আমার কোনও ব্যবসা নেই। আমার জীবনযাত্রাও সাদামাটা।
রোববার ছুটি হওয়া সত্ত্বেও সকালের শরীরচর্চার পর নিজের দফতরে পৌঁছে যান ইমরান। পরে ইমরানের ফেসবুক পেজে পোস্ট করা হয় তার ছবি। সেখানে লেখা ছিল, দেশ চালাতে হলে ছুটি বলে কিছু থাকে না।
ইমরানের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছে তার দল। এদের মধ্যে ১২ জনই প্রাক্তন প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফের সময়কার গুরুত্বপূর্ণ পদে ছিলেন। কাল শপথ নিতে পারে নতুন মন্ত্রিসভা। তেহরিক-ই-ইনসাফ মুখপাত্র ফাওয়াদ চৌধুরি জানিয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন ১৫ জন মন্ত্রী। ৫ জন হবেন উপদেষ্টা। তবে তাদের মন্ত্রীর পদমর্যাদা থাকবে। পররাষ্ট্রমন্ত্রী হবেন শাহ মেহমুদ কুরেশি। সব কিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও পাকিস্তানে আসবেন বলে জানানো হয়েছে।
টিটিএন/জেআইএম