কেরালায় বন্যা : লাভ ছাড়াই পণ্য-সামগ্রী বিক্রির ঘোষণা ব্যবসায়ীদের

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১৯ আগস্ট ২০১৮

শতাব্দির ভয়াবহ বন্যায় ভারতের কেরালা অঙ্গরাজ্যে বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কয়েকদিনের টানা বর্ষণ ও বন্যায় নিহতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়ে গেছে। বন্যার্তদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বিভিন্ন রাজ্য সরকার, ব্যবসায়ীসহ সব শ্রেণির মানুষ।

প্রবল বর্ষণে কেরালার বন্যায় ক্রমশ মৃত্যুর সংখ্যা বেড়ে চলেছে। এর মধ্যে মানবিকতাকে সামনে রেখে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে কেরালা।

গত ৮ আগস্ট থেকে শুরু হওয়া বন্যায় মানুষের পাশে এসে দাঁড়াতে কুণ্ঠাবোধ করেনি কেউ। বন্যা মোকাবেলায় অপারেশন মাদাদ ও অপারেশন সহযোগে অংশগ্রহণকারী এয়ার ইন্ডিয়ার পাইলটরা প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। চিঠিতে

তারা বলেছেন, অপারেশনে থাকাকালীন তারা বিনা টাকায় সেবা দেবেন। বন্যা কবলিত মানুষের পাশে থাকতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শুধু তাই নয়, অন্যান্য পাইলটদের বেতন থেকে ৭০ শতাংশ টাকা কেরালা বন্যা নিয়ন্ত্রণ তহবিলে জমা দেয়ার আবেদন জানিয়েছে ইন্ডিয়ান কমার্শিয়াল পাইলট অ্যাসোসিয়েশন।

এদিকে, রাজ্যের ব্যবসায়ীরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘব করতে কোনো ধরনের লাভ নেয়া ছাড়াই কেনা দামে পণ্য সামগ্রী বিক্রির ঘোষণা দিয়েছে।

kerala-flood-1

ইতোমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বন্যাক্রান্ত কেরালা সরকারকে ১০ কোটি টাকা ত্রাণ সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে শনিবার কেরালার বন্যাপ্লাবিত এলাকা পরিদর্শন করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে ৫০০ কোটি টাকার ত্রাণ ঘোষণা করেন তিনি।

কেরালার পাশে দাঁড়িয়েছে হরিয়ানা, ওড়িশা-সহ একাধিক রাজ্য। দেশটির সেনাবাহিনী, দুর্যোগ প্রশমন বিভাগের পাশাপাশি ত্রাণকাজ শুরু করেছে ভারতীয় রেলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা।

কেরালার আবহাওয়া দফতর রাজ্যে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে সব জেলায় রেড অ্যালার্ট জারি করেছে। পরিস্থিতি সামাল দিতে আরও হেলিকপ্টার ও নৌকা পাঠাতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। রাজ্যের বন্যাদুর্গত মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিতে সবার সাহায্য চেয়েছেন তিনি।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।