চীনে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ৮


প্রকাশিত: ১১:০২ এএম, ০৯ আগস্ট ২০১৫

চীনের পূর্ব উপকূলে ঘূর্ণিঝড় সুডেলড় এর আঘাতে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছেন। রোববার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শনিবার রাতে আঘাত হানা ঘূর্ণিঝড়টির কারণে ফুজিয়ানের উপকূলীয় অঞ্চল থেকে এক লাখ ৬৩ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে। ওই অঞ্চলে ২০ লাখেরও বেশি বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

শনিবার তাইওয়ানে সুডেলড়ের আঘাতে ছয়জন নিহত হন। এরপর ঘূর্ণিঝড়টি তাইওয়ান প্রণালী অতিক্রম করে রাতেই চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলে আঘাত হানে।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছপালা উপড়ে গেছে। এছাড়া আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে হ্যাংঝৌ শহরে আটজন নিহত হয়েছেন।

ওয়েংঝু প্রদেশে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। প্রদেশটির অন্তত সোয়া দুই লাখ বাসিন্দা চরম অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছেন। ঘূর্ণিঝড়ের কারণে রোববার দেশটির কয়েকশ বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।