আবারো নচিকেতার গান


প্রকাশিত: ১০:৫১ এএম, ০৯ আগস্ট ২০১৫

দীর্ঘ আট বছর পর বাজারে এলো নচিকেতার একক গানের অ্যালবাম। এর নাম ‘আয় ডেকে যায়’। কলকাতার রবীন্দ্র সদনে কয়েকদিন আগে অ্যালবামের মোড়ক খোলা হলো।

অনুষ্ঠানের দিন সাংবাদিকদের নচিকেতা বলেন, ‘অ্যালবাম করার খুব একটা ইচ্ছে আমার ছিলো না। কারণ আজকার লোকে গানবাজনা পয়সা দিয়ে শোনে না। সুতরাং যে পণ্যটা বাজারে আনি বা যে কাজটা করি তার কোনো মূল্য নেই! যে জিনিসটার মূল্য নেই তার আবার মূল্যায়ন হয় নাকি! সেই রাগেই আট বছর অ্যালবাম করিনি।’

নতুন গান প্রসঙ্গে দুই বাংলার জনপ্রিয় এই শিল্পীর ভাষ্য, ‘আমি সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে গান লিখেছি এবার। আর কোনো প্রেয়সী নেই। তবে নতুন চরিত্র রয়েছে। এবারের লেখা একটু অন্যরকম। একটু বয়স্ক, একটু পরিণত নচিকেতাকে শ্রোতারা পাবেন এখানে।’

নচিকেতার সর্বশেষ অ্যালবাম ‘তির্যক’ প্রকাশিত হয় ২০০৭ সালে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।