নটর ডেমে বাঁধভাঙা উচ্ছ্বাস


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৯ আগস্ট ২০১৫

২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। কলেজ থেকে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশের আগেই ছাত্ররা মোবাইল ইন্টানেটে ও ফোনের এসএমএসের মাধ্যমে ফলাফল জেনে উল্লাসে ফেটে পড়ে। তাদের আনন্দে কলেজের শিক্ষক ও অভিভাবকরাও ব্যাপক খুশি। কলেজের মাঠে ছাত্ররা নানা ভাবে উল্লাসে মেতে ওঠে।

রোববার বেলা ২টার দিকে নটর ডেম কলেজের মাঠে এ ছাত্রদের মাঝে এ বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায়। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পাওয়া সাজিদ বলেন, অভিভাবকদের সহযোগিতায় আর শিক্ষকদের কথা অনুযায়ী পড়ালেখা করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। আমি সেই প্রত্যাশিত ফল পেয়েছি। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছি আমি।

জিপিএ-৫ পাওয়া সাজিদের বাবা স্কুল শিক্ষক এ এম এম মুজিবুর রহমান জাগো নিউজকে  বলেন, আজ আমাদের যে কত আনন্দের দিন তা ভাষায় প্রকাশ করতে পারব না। শরীর অসুস্থ নিয়ে পরীক্ষা দিয়েও আমাদের ছেলে প্রত্যাশা পূরণ করেছে। ছেলের ইচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ার।

বিজ্ঞান বিভাগের জান্নাতুল মোকাদ্দাস অনিক জাগো নিউজকে জানায়, ওয়েবসাইট থেকে ফল জানলাম। জিপিএ ৫ পেয়েছি। আনন্দের কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। ফলাফল আমাদের শিক্ষক ও বাবা মায়ের কষ্টের ফসল। আমি বড় হয়ে ডাক্তার হতে চাই।

এদিকে এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের শতকরা হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। রোববার সকাল ১০টায় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এ ফলাফল হস্তান্তর করেন।

পরে দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। এরপরই নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এসএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ফল জানা যাবে বলে জানান।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা গত ১ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত এবং ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২২ জুন পর্যন্ত চলে। আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে সারা দেশে দুই হাজার ৪১৯টি কেন্দ্রে আট হাজার ৩০৫টি শিক্ষাক্ষেত্রে মোট ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

এসআই/এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।