সহকর্মীর গুলিতে প্রাণ গেল চার জাতিসংঘ শান্তিরক্ষীর


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০৯ আগস্ট ২০১৫

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে (সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক) জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের একটি ক্যাম্পে রুয়ান্ডার এক শান্তিরক্ষীর গুলিতে সহকর্মী চার শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৮জন। পরে ওই শান্তিরক্ষীও গুলি করে আত্মহত্যা করেন। খবর আল জাজিরার।

শনিবার জাতিসংঘের স্থানীয় মিনুসকা মিশনের একটি সূত্র জানায়, ওই মিশনে রুয়াণ্ডার এক সেনাসদস্য ক্যাম্পের অন্য সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এসময় চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। এর পর ওই সদস্য নিজের বন্দুক দিয়ে গুলি করে আত্মহত্যা করেন।

তবে মিশনের ওই সদস্য কেন অন্য সদস্যদের ওপর গুলিবর্ষণ করেছেন তা এখনো জানা যায়নি। এবিষয়ে রুয়াণ্ডা সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।