তিন রঙে সেজেছে কলকাতা বিমানবন্দর

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১৫ আগস্ট ২০১৮

স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় পতাকার তিন রঙে রাঙানো হয়েছে কলকাতা বিমানবন্দর। ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের আয়োজনে গতরাত থেকেই গেরুয়া, সাদা ও সবুজ রঙ ব্যবহার করে বিমানবন্দরের ডোমেস্টিক ও আন্তর্জাতিক টার্মিনাল সাজিয়ে তোলে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এছাড়া এলইডি আলোর পাশাপাশি তিন রঙের বেলুন দিয়েও বিমানবন্দরের বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে।

কলকাতা বিমানবন্দরের নতুন টার্মিনাল তৈরির সময় বাংলার সংস্কৃতি ফুটিয়ে তোলা হয়। বাংলার সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে বাংলার বিভিন্ন অক্ষর ফুটিয়ে তোলা হয় আন্তর্জাতিক টার্মিনালের ছাদের ভেতরের অংশ।

বাংলা সংস্কৃতির বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা হয় বিমানবন্দরের অন্দরসজ্জায়। এছাড়া আজ সারাদিন কলকাতা বিমানবন্দরে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভোরে পতাকা উত্তোলন, সিআইএসএফ-এর বিশেষ ড্রিল হয় অনুষ্ঠানটিতে।

কলকাতা বিমানবন্দরের নিরাপত্তাবাহিনী থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে দেশীয় যাত্রী ছাড়াও বিদেশি যাত্রীদের কাছে আজকের দিনটি সম্পর্কে বিশেষ বার্তা দিতেই এমনটি সাজানো হয়েছে।

এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।