প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কর কেন অবৈধ নয় : হাইকোর্ট
প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজেসহ শিক্ষা প্রতিষ্ঠাতে সাড়ে সাত শতাংশ ভ্যাট (কর) আরোপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছন হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয় ও রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট্রদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি জেএন দেব এর দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার হাসান এম আজিম।
বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের উপর সাড়ে সাত শতাংশ কর আরোপর করে প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ও দুই শিক্ষার্থী এই রিট আবেদন করেন বলে জানান আইনজীবী হাসান এম আজিম।
জানতে চাইলে আইনজীবী আজিম জাগো নিউজকে বলেন আমরা এই ভ্যাট আরোপের ওপর স্থগিতাদেশ চেয়েছিলাম। সঙ্গে রুল জারির নির্দেশনাও ছিল রিটে। আদালত রুল জারি করেছেন। তবে রুল শুনানির পর পরবর্তী নির্দেশনার বিষয়ে শুনানি করবো।
এফএইচ/এএইচ/পিআর