বাতিল হচ্ছে ইরাকের ভাইস প্রেসিডেন্ট ও উপ প্রধানমন্ত্রীর পদ


প্রকাশিত: ০৭:৩৬ এএম, ০৯ আগস্ট ২০১৫

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল এবাদী দেশটির ভাইস প্রেসিডেন্ট এবং উপ প্রধানমন্ত্রীর পদ বাতিলের প্রস্তাব করেছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

হায়দার আল এবাদির এ প্রস্তাব দেশটির সংসদ এবং মন্ত্রিপরিষদে অনুমোদন পেলে এ পদ দুটি বাতিল হয়ে যাবে।

প্রধানমন্ত্রীর ফেসবুক পেজে রোববার এ নিয়ে একটি পোষ্ট করা হয়েছে। পোষ্টে এবাদি বলেন,
দেশের সব দুর্নীতির ঘটনার তদন্ত করা হবে। এছাড়া উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ছাটাই এবং তাদের নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তার পরিমাণ কমিয়ে আনা হবে।

এর আগে শুক্রবার দেশটির বিশেষজ্ঞ এবং উপদেষ্টাদের নিয়ে এক বৈঠকে বসেন এবাদি। দেশটিতে দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তিনি প্রশাসনিক এবং অর্থনৈতিক সংস্কারের উদ্দেশ্যে এ বৈঠক করেন।

উল্লেখ্য, ইরাকে তিনজন করে মোট ছয়জন ভাইস প্রেসিডেন্ট ও উপ প্রধানমন্ত্রী রয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।