শহীদদের সম্মান জানাতে ৬৫০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ১৪ আগস্ট ২০১৮

ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন মঙ্গলবার দেশটির প্রায় ৩ লাখ মানুষ শহীদ সেনাসদস্যদের প্রতি সম্মান জানিয়েছে অভিনব এক উপায়ে। ৬৫০ কিলোমিটার দীর্ঘ এক মানববন্ধনের মাধ্যমে স্বাধীনতার শহীদদের প্রতি এই অভিনব শ্রদ্ধা জানান তারা।

ভারতের ৭২তম স্বাধীনতা দিবসের আগের দিন দেশটির রাজস্থান প্রদেশের সীমান্তবর্তী ৪ জেলায় এক সময়ে ৬৫০ কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মঙ্গলবার ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রাজস্থানের এই মানববন্ধনের টুইট ট্রেন্ডে পরিণত হয়। হ্যাশট্যাগে রাজস্থান হিউম্যান চেইন (#RajasthanHumanChain) লিখে ভারতীয়রা মানববন্ধনের ছবি টুইট করেন।

jagonews

সূত্র : খালিজ টাইমস।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।