রোমানিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ এএম, ১১ আগস্ট ২০১৮

রোমানিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাজধানী বুখারেস্টে টিয়ার গ্যাস এবং জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে রাস্তায় নেমে বিক্ষোভ করেন সাধারণ নাগরিকরা।

শুক্রবারের ওই বিক্ষোভে অনেক প্রবাসীও অংশ নিয়েছেন। তারা উচ্চ মাত্রার দুর্নীতি এবং নিম্ন মজুরি এবং বিচার বিভাগকে দুর্বল করে ফেলায় ক্ষমতাসীন সোস্যাল ডেমোক্রেট পার্টির (পিএসডি) বিরুদ্ধে নিজেদের ক্ষোভ ব্যক্ত করেন।

কয়েক হাজার মানুষ রোমানিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল, কেন্দ্রীয় সিবিউ এবং পশ্চিমাঞ্চলীয় তিমিসোয়ারাসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভে অংশ নিয়েছেন।

বুখারেস্টে প্রধান সরকারি ভবনের বাইরে সেন্ট্রাল স্কোয়ারে বিক্ষোভে অংশ নেয়ারা সরকারের উদ্দেশে ‘পদত্যাগ’ এবং ‘চোর’ বলে স্লোগান দিতে থাকেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।