ইয়েমেনে শিশু বহনকারী বাসে হামলায় নিহত ৪১

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০৯ আগস্ট ২০১৮

শিশুদের বহনকারী একটি বাসে হামলায় ৪১ জন নিহত ও আরো ৬১ জন আহত হয়েছেন। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের (আইসিআরসি) বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টুইটারে দেয়া এক বার্তায় আইসিআরসি বলছে, বৃহস্পতিবার সকালে দাহিয়ান মার্কেটের কাছে শিশুদের বহনকারী বাস আক্রান্ত হয়েছে। ইয়েমেনে আইসিআরসি সমর্থিত হাসপাতালে এক ডজনের বেশি মরদেহ ও আহত ব্যক্তিকে নেয়া হয়েছে।

ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল মাসিরাহ বলছে, শিশুদের বহনকারী বাসে হামলায় কমপক্ষে ৪১ জন নিহত ও আরো ৬১ জন আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলের সাদার দাহিয়ান মার্কেটের কাছে ওই হামলা হয়েছে।

ইয়েমেনে নিযুক্ত আইসিআরসির প্রধান জোহানেস ব্রুয়ার বলেছেন, বেশ কয়েকজন নিহত, অনেকে আহত হয়েছেন; যাদের অধিকাংশের বয়স ১০ বছরের নিচে।

দেশটির গোত্রীয় প্রধানদের বরাত দিয়ে বার্তাসংস্থা এপি বলছে, হামলায় শিশুসহ কমপক্ষে ২০ জনের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হুথি সমর্থিত টেলিভিশন আল মাসিরাহ বলছে, সৌদি আরব ও আরব আমিরাত নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলায় এ প্রাণহানির জন্য দায়ী। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের বিশাল একশি অংশের নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।