ফিলিস্তিনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি কলম্বিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৯ আগস্ট ২০১৮

ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট ইভান দুকো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগেই নতুন এই ঘোষণা এলো। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। খবর মিডল ইস্ট আই।

দেশটির সাবেক প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস গত ৩ আগস্ট ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। নতুন প্রেসিডেন্ট ইভান দিউকের ক্ষমতা গ্রহণের কয়েকদিন আগেই এই স্বীকৃতি দেয়া হয়।

ওই প্রসঙ্গের কথা উল্লেখ করে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি চিঠিটি পড়ে শোনান এবং বলেন, আমি আপনাদের জানাতে চাই যে, কলম্বিয়া সরকারের প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যান্তোস ফিলিস্তিনকে মুক্ত, স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট তার ওই চিঠিতে বলেছেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র পাওয়ার অধিকার আছে।

দক্ষিণ আমেরিকার সর্বশেষ রাষ্ট্র হিসেবে কলম্বিয়া ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। দেশের নতুন প্রেসিডেন্টের কার্যালয়ও নতুন এই ঘোষণার স্বীকৃতি দেবে।

ইভান দুকোর প্রশাসন বলছে, তারা বিষয়টি পর্যালোচনা করে দেখবে তবে ম্যানুয়েল স্যান্তোস যা করেছেন তা বৈধ। জাতিসংঘের ৭০ ভাগের বেশি সদস্য রাষ্ট্র ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দাবি তাদের দেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত হবে। কিন্তু এর বিরোধীতা করে আসছে ইসরায়েল এবং এর মিত্র দেশগুলো।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।