আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৪০
গত ২৪ ঘণ্টায় আফগানিস্তানে সিরিজ বোমা হামলায় ন্যাটোর এক সদস্যসহ অন্তত ৪০ জন নিহত হয়েছে। এ ঘটনার পর দেশটির নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় দেশটির পুলিশ একাডেমির কাছে আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন এবং দিনের শুরুতে শাহ শহীদ এলাকার একটি সেনাঘাঁটিতে ট্রাক বোমার বিস্ফোরণে ১৫ জন নিহত হয়েছেন। গত ২৪ ঘণ্টার মধ্যে এ হামলার ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।
তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে পুলিশ একাডেমিতে হামলার দায় স্বীকার করেছেন।
এদিকে এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে এক বৈঠকে বসেন। এর আগে গত সপ্তাহে তালেবান যোদ্ধাদের সঙ্গে সরকারের শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে।
আফগানিস্তানে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মুখপাত্র কর্নেল ব্রায়ান ট্রিবাস জানান, কাবুল বিমানবন্দরের কাছে রাতভর সংঘর্ষে ন্যাটোর এক সদস্য নিহত হয়েছেন।
এসআইএস/এমআরআই