না ফেরার দেশে ফিলিস্তিনি শিশুর বাবাও


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৮ আগস্ট ২০১৫

পশ্চিমতীরে সন্দেহভাজন ইহুদীদের আগুনে নিহত ১৮ মাসের ফিলিস্তিনি শিশুটির বাবাও মারা গেছেন। ইসরাইলের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। খবর বিবিসি ও আল জাজিরার।

৩১ জুলাই পশ্চিমতীরের ডুমায় সাদের বাড়ি লক্ষ্য করে অগ্নিবোমা নিক্ষেপ করেছিল সন্দেহভাজন ইহুদীরা। এ ঘটনায় শিশুটির সঙ্গে আগুনে পুড়ে মারাত্মক আহত হয়েছিলেন সাদ। সাত দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে না ফেরার দেশে চলে যান তিনি। শনিবার তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনরা।

এছাড়া সাদের স্ত্রী ও চার বছরের পুত্র আহমদ এখনো সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফিলিস্তিন এ ঘটনার জন্য ইসরাইলকে দায়ী করেছে।

এদিকে এ ঘটনার পর বিশ্বজুড়ে ইসরাইলের সমালোচনা শুরু হয়েছে। এমনকি ইসরাইলের প্রধানমন্ত্রীও এ ঘটনাকে সন্ত্রাস বলে অভিহিত করেছেন।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এ ঘটনার জন্য  ইসরাইলকে দায়ী করেছে। ১৮ মাসের শিশু আলীকে আগুনে পুড়িয়ে হত্যার জন্য সংগঠনটি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ দায়ের করবে বলে জানিয়েছে।

এসআইএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।