প্রথম দিনেই ব্ল্যাকমানির বাজিমাত


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৮ আগস্ট ২০১৫

বছরের আলোচিত ছবি ‘ব্ল্যাকমানি’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির প্রথম দিনেই দারুণ সাড়া জাগিয়েছে মুভি প্ল্যানেট মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম ছবিটি। প্রযোজনা সূত্রে এবং বেশ কিছু হল পরিদর্শন করে দেখা যায়, ছবিটি হাউজফুল চলেছে।

শুক্রবার ব্ল্যাকমানি ছবি পুরো টিম পরিদর্শনে গিয়েছিলো রাজধানীর সুপরিচিত সিনেমা হল ‘অভিসার’-এ। সেখানে হলভর্তি দর্শকদের সাথে হৈ চৈ করে ছবিটি উপভোগ করেছেন ছবির নায়ক-নায়িকা ও কলাকুশলীরা। তবে ভারতে নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকায় টিমের সাথে ছিলেন না ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি। অভিসারে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাও। সেখানেই কথা হলো ছবির দুই নায়িকা ও নায়কের সঙ্গে।

নিজের ক্যারিয়ারের প্রথম ছবির এমন সাফল্যে আনন্দিত লাক্স সুন্দরী মৌসুমী হামিদ। তিনি বলেন, ‘অনেক চমৎকার গল্পের ছবি ব্ল্যাকমানি। প্রথম ছবি, অনেক টেনশান ছিলো। বিশ্বাসও ছিলো এটি সাড়া ফেলবে। কিন্তু এতোটা রেসপন্স পাবো ভাবিনি। দর্শকদের ধন্যবাদ হলে এসে ব্ল্যাকমানি দেখার জন্য। যারা এখনও আসতে পারেননি, আশা করছি শিগগির তারাও হলে আসবেন।’

ছবির সাফল্য নিয়ে সাইমন বলেন, ‘যে কোনো কাজে তখনই সার্থকতা আসে যখন সেটি সফল হয়। খুব ভালো লাগছে ব্ল্যাকমানির এই সাফল্যে। তবে মিস করছি ছবির পরিচালক সাফি ভাইকে।’

এই ছবিটি দিয়ে বহুদিন পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন হলো চিত্রনায়িকা কেয়ার। তিনি বলেন, ‘আমার জন্য ব্ল্যাকমানির এই সাফল্য অনুপ্রেরণার। এখন দর্শকরা আবারো হলে ফিরতে শুরু করেছেন তারই প্রমাণ পেলাম। ভালো ছবি তৈরি হলে আমাদের দর্শকরা কখনোই মুখ ফিরিয়ে রাখবেন না। সামনের দিনগুলোতে আরো ভালো ভালো ছবি দর্শকদের উপহার দিতে চাই।’

প্রসঙ্গত, দেশব্যাপি ৯০ টির অধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। সাফি উদ্দিন সাফি পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন সাইমন, কেয়া ও মৌসুমী হামিদ।

অভিসার ছাড়াও রাজধানীর আরো বেশ কিছু হল পরিদর্শন করে ব্ল্যাকমানি ছবির টিম। সেসব হলেও ছিলো দর্শকদের উপচে পড়া ভিড়। যা আশা জাগায় চলচ্চিত্রের হারিয়ে যাওয়া সোনালি দিনের প্রত্যাবর্তনের। অভিনন্দন ব্ল্যাকমানি, রইল আরো শুভকামনা।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।