পিছিয়ে যেতে পারে ইমরানের শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮ এএম, ০৫ আগস্ট ২০১৮

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথ গ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়েছে। পূর্বে জানানো তারিখ অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে না তার শপথ অনুষ্ঠান। তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগেই জানিয়েছিল ১১ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন ইমরান খান। তবে এখন শোনা যাচ্ছে, শপথগ্রহণ অনুষ্ঠান হবে ১৪ কিংবা ১৫ আগস্ট।

পাকিস্তানের আইনমন্ত্রী আলি জাফর সংবাদ মাধ্যমে জানিয়েছেন, তিনি ও তত্ত্ববধায়ক সরকার প্রধান নাসির-উল-মুলক চান ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠান হোক দেশের স্বাধীনতার দিন অর্থাৎ ১৪ আগস্ট। কারণ, নির্বাচনের ২১ দিনের মধ্যেই জাতীয় সংসদের অধিবেশন বসবে। সেদিনই নতুন প্রধানমন্ত্রী বেছে নেয়া হবে।

এদিকে দেশটিদে জাতীয় সংসদ অধিবেশন কবে বসবে তা এখনও ঠিক হয়নি। যদি ১১ আগস্ট অধিবেশন বসে তাহলে ইমরান ১৪ আগস্ট শপথ নিতে পারেন। আবার ১২ আগস্ট অধিবেশন বসলে শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে ১৫ অগাস্ট।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শপথ নেয়ার অপেক্ষায় থাকা ইমরান খানকে তলব করেছে দেশটির জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা। সরকারি হেলিকপ্টারের অপব্যবহারের কারণে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ সরকারের ২০ লাখের বেশি রূপি ক্ষতির অভিযোগে তাকে তলব করা হয়েছে।

দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (ন্যাব) আগামী ৭ আগস্ট পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ৬৫ বছর বয়সী ইমরান খানকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১৩ সাল থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক সরকারে রয়েছে ইমরান খানের এ রাজনৈতিক দল।

পাকিস্তানে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১১৬ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে। তবে সরকার গঠন করতে ইমরানের প্রয়োজন ১৩৭টি আসন। ফলে অন্যান্য দলের সঙ্গে জোট করতে হচ্ছে ইমরানকে। দেশটির সাধারণ নির্বাচনে নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ পেয়েছে ৬৪টি আসন এবং পিপিপি পেয়েছে ৪৩টি আসন।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।