যাদুবিদ্যা চর্চার অভিযোগে পাঁচ নারীকে পিটিয়ে হত্যা


প্রকাশিত: ০৭:২৭ এএম, ০৮ আগস্ট ২০১৫

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে যাদুবিদ্যা চর্চার অভিযোগে পাঁচ নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজধানী রাঁচি থেকে ৪৫ কিলোমিটার দূরে মান্দার ব্লকের একটি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার  এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঝাড়খণ্ডের রাঁচি মান্দার ব্লকের একটি গ্রামে যাদুটোনা করার অভিযোগে পাঁচ নারীকে হত্যা করেছে স্থানীয় গ্রামবাসী। পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।  তবে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রামবাসীরা জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা।  অতীতেও ঝাড়খণ্ডে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির জাতীয় অপরাধ ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, ভারতে যাদুবিদ্যা চর্চার অভিযোগে ২০০০ থেকে ২০১২ সাল পর্যন্ত অন্তত দুই হাজার ৯৭ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ঝাড়খন্ডেই ৩৬৩ জনকে হত্যা করা হয়েছে।

২০০১ সালে ঝাড়খণ্ড রাজ্যে যাদুবিদ্যা চর্চার বিরুদ্ধে একটি আইন পাস করা হয়। কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা না হলে শুধু আইন করে এ সমস্যার কোনো সমাধান হবে না।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।