চার ফিলিস্তিনি সাংবাদিকের সাজা বাড়ালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ০৩ আগস্ট ২০১৮

চার ফিলিস্তিনি সাংবাদিকের সাজা বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত। ওই সাংবাদিকদের আরও সাতদিন আটক রাখার নির্দেশ দিয়েছে সামরিক আদালত। তাদের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করতে ওই রায় দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

বেসরকারি সংগঠন ফিলিস্তিন সোসাইটি প্রিসোনারস ক্লাব (পিপিএসএমও) একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ওই সাংবাদিকদের বিষয়ে তদন্ত সম্পন্ন করার জন্য আরও সাতদিন গ্রেফতার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আটক চার সাংবাদিক হলেন আলা আল-রিমাওয়ি, মোহাম্মদ আলওয়ান, কুতাইবা হামদান, এবং হাসানি আনজাস।

প্রত্যক্ষদর্শীরা বলছে, কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়াই ইসরায়েলের সেনাবাহিনী দেশটির রামাল্লাহ শহরের পশ্চিম তীর থেকে ওই চার সাংবাদিককে গ্রেফতার করে।

ইসরায়েলি কর্তৃপক্ষ ২১ ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করেছে। এদের মধ্যে পাঁচজনকেই গ্রেফতার করা হয়েছে চলতি সপ্তাহে।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।