সৌদি-আমিরাতের বিমান হামলায় ইয়েমেনে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ০৩ আগস্ট ২০১৮

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান হামলায় ইয়েমেনের হুদাইদাহ বন্দরে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। মেডিকেল সূত্র জানিয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা।

তাওরা শহরের প্রধান পাবলিক হাসপাতালের কাছে মৎস বন্দর এবং মাছ বাজারে বৃহস্পতিবার এসব হামলা চালানো হয়।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত শহরের এক চিকিৎসক এএফপিকে জানিয়েছেন, দু’টি বিমান হামলায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। অন্যান্য মেডিকেল সূত্র জানিয়েছে, হামলায় আহত হয়ে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিভিন্ন মেডিকেল সূত্র রয়টার্সকে জানিয়েছে, মৃতের সংখ্যা ২৬য়ে দাঁড়িয়েছে। অপরদিকে হুথি সমর্থিত সাবা নিউজ এজেন্সি জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ৩০ এবং আহত হয়েছে আরও ৫০ জন।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।