পথচারীকে উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ এএম, ০২ আগস্ট ২০১৮

রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। এ সময় একটি গাড়ি সামনে থেকে ওই নারীকে ধাক্কা মেরে চলে যায়। ভারতের দেরাদুন শহরের খুরবুরা চাউক গ্রামে সিসিটিভিতে এমনই দৃশ্য ধরা পড়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার ডানপাশ দিয়ে হেঁটে যাচ্ছেন শাড়ি পরিহিত এক নারী। এ সময় তার সামনের দিক থেকে একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে চলে যেতে দেখা যায়। এর কিছুক্ষণ পরই লাল রঙের একটি ওই নারীকে ধাক্কা দেয়। গাড়ির ধাক্কায় ওই নারী উড়ে গিয়ে ছিটকে পড়েন। অথচ ওই নারীর কোনো দোষ ছিল না।

টাইমস অব ইন্ডিয়া ভিডিওটির ব্যাখ্যায় বলেছে, গাড়িটি ব্রেক ফেল করায় ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ওই নারীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করেন। বর্তমানে ওই নারীর অবস্থা গুরুতর।

এসআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।