যে কারণে লন্ডন যাচ্ছেন খালেদা
এবার লন্ডন মিশনে যাওয়ার পরিকল্পনা করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সব কিছু ঠিক থাকলে চলতি মাসের ১১ বা ১২ তারিখে লন্ডন সফরে যাবেন তিনি। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চোখের চিকিৎসা এবং লন্ডনে অবস্থানরত পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর কথা বলা হলেও মধ্যবর্তী নির্বাচন এবং নিজ দলের নানা বিষয় নিয়ে লন্ডনে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করবেন খালদা জিয়া।
জানা গেছে, আগামী বছর জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট, দল পুনর্গঠন পরিকল্পনা সার্বিক পরিস্থিতি নিয়ে সেখানে খালেদা-তারেক ওয়ান টু ওয়ান কথা বলবেন।
সর্বশেষ ২০১৪ সালের মার্চের মাঝামাঝিতে খালেদার সঙ্গে তার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়। তখন পবিত্র ওমরাহ পালন করতে লন্ডন থেকে সপরিবারে সৌদি আরব যান তারেক রহমান।
এদিকে লন্ডন সফরকালে ব্রিটিশ সরকারের পররাষ্ট্র দফতরের পদস্থ কর্মকর্তা ও কয়েকজন রাজনীতিকের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের এমপি বাঙালি বংশোদ্ভূত রুশনারা আলীর সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।
এছাড়া লন্ডনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন। লন্ডনে বসবাসরত পেশাজীবী ও প্রবাসীদের উদ্যোগে খালেদা জিয়াকে নাগরিক সংবর্ধনাও দেয়ার পরিকল্পনা রয়েছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, খালেদা জিয়ার লন্ডনে যাওয়া তার ব্যক্তিগত বিষয়। এ বিষয়ে তিনি কোনো কথা বলতে নারাজ।
অন্যদিকে তিন মাসেরও বেশি সময় গুলশানে খালেদা জিয়ার সঙ্গে অবস্থানরত মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বলেন, তিনি এ বিয়ষে কিছুই জানেন না। আর জানলেও বলা সম্ভব নয়।
এমএম/এআরএস