৭ আগস্ট : এক নজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৩:৪১ পিএম, ০৭ আগস্ট ২০১৫

আবারো ব্লগার খুন!
রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় (৪০) নামে এক ব্লগারকে গলাকেটে খুন করেছে কয়েকজন দুর্বৃত্ত।

নিলয়কে হত্যার দাবি আনসার আল ইসলামের
ব্লগার নিলয় চট্টোপাধ্যায়কে হত্যার দাবি করেছে আনসার আল ইসলাম। আল কায়েদার ভারতীয় উপমহাদেশের (এআইকিউএস) বাংলাদেশ শাখার সংগঠন এটি।

নিলয়ের জিডি না নেয়ার বিষয়টি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা
ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুন্তাসিরুল ইসলাম বলেছেন, ব্লগার নিলয় নিরাপত্তা চেয়ে ২টি থানায় জিডি করতে চাইলেও পুলিশ নেয়নি বলে নিহতের স্ত্রী যে দাবি করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

মুন্সিগঞ্জে ৫০ যাত্রী নিয়ে বাস পানির নিচে : ২ মরদেহ উদ্ধার
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পানিতে ডুবে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুইজনের মরদেহ এবং ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রাকিব হত্যার কথা স্বীকার করলেন বিউটি বেগম
খুলনায় শিশু রাকিব হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করছেন মামলার অন্যতম আসামি বিউটি বেগম। শুক্রবার বিকেলে মহানগর হাকিম আয়েশা আক্তার মৌসুমির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দেয় তিনি।

নিলয়ের গ্রামের বাড়িতে শোকের মাতম
রাজধানীর উত্তর গোড়ান এলাকায় শুক্রবার দুর্বত্তের হাতে খুন হওয়া ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয়ের গ্রামের বাড়ি পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের পান্তাডুবি গ্রামে শোকের মাতম চলছে।

সংখ্যালঘুদের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে
সংখ্যালঘু সম্প্রদায়ের দায়-দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

শিশু ও নারী নির্যাতনে কেউ ছাড় পাবেন না : ইনু
শিশু নির্যাতন নিয়ে সরকারের পরিষ্কার নির্দেশনা আছে। সাম্প্রতিক সময়ে সারা বাংলাদেশে শিশু নির্যাতনের বিষয়ে প্রশাসন এবং সরকার উদ্বিগ্ন। শিশু নির্যাতন, নারী নির্যাতন সংক্রান্ত ঘটনায় কাউকেই ছাড় দেয়া হবে না।

মুসলমান না হলে আত্মহত্যা করতেন কাদের সিদ্দিকী
শিশু গুলিবিদ্ধের ঘটনার জন্য মুসলমান না হলে আত্মহত্যা করতেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ মা নাজমা ও শিশু সুরাইয়াকে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

হেফাজতের আমির মুফতি ইজহারুল গ্রেফতার
হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ইসলামী এক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিলয়ের হত্যা পূর্বপরিকল্পিত : পুলিশ
রাজধানীর উত্তর গোড়ান এলাকায় বাসায় ঢুকে নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় (নিলয় নীল) নামের এক ব্লগারকে গলাকেটে হত্যার ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম শাখার যুগ্ম কমিশনার কৃষ্ণ পদ রায়।

নিরাপত্তার বদলে নিলয়কে দেশ ছাড়ার পরামর্শ দিয়েছিলেন পুলিশ
সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাস হত্যাকাণ্ডের পর এক সংবাদ সম্মেলনে পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক বলেছিলেন, ‘ব্লগারদের নিরাপত্তা দেবে পুলিশ।’ একই কথা বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী (তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী) আসাদুজ্জামান খান কামাল।

সরকারের ভিত্তি দুর্বল হওয়ায় সীমান্ত হত্যা হচ্ছে : বিএনপি
সরকারের নৈতিক ভিত্তি দুর্বল হওয়ায় সীমান্ত হত্যা নিয়ে জোরালো প্রতিবাদ করতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

জামায়াত নিবন্ধন পায় পরিস্থিতির কারণে : ব্রিগেডিয়ার সাখাওয়াত
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতেই জামায়াতকে নিবন্ধন দেয় নির্বাচন কমিশন৷ তা না করলে বিএনপি নির্বাচনে আসতো না৷

মুক্তি পেলেন দুদু
দীর্ঘ প্রায় ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। শুক্রবার ১২টার দিকে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি।

২২ মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ : সেতুমন্ত্রী
মহাসড়কে দুর্ঘটনা রোধ এবং শৃঙ্খলা রক্ষায় সরকার ২২টি জাতীয় মহাসড়কের তালিকা প্রকাশ করেছে। তাতে সিএনজি অটোরিকশা, অটোটেম্পু এবং অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

অভিজিত হত্যাকাণ্ডের বিচার হয়নি, নিলয়েরও হবে না
‘নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয়কে আজ যেভাবে হত্যা করা হয়েছে ৬ মাস আগে অভিজিত দা’কেও একইভাবে খুন করা হয়েছিল।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।