দুই বাংলাদেশি নারীকে দিয়ে দেহব্যবসা, ভারতে একজনের যাবজ্জীবন

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি কলকাতা
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০১ আগস্ট ২০১৮
প্রতীকী ছবি

পশ্চিমবঙ্গে বাংলাদেশি দুই নারীকে দিয়ে দেহ ব্যবসা করানোর অপরাধে সাবু শেখ নামে এক নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। মঙ্গলবার পশ্চিমবঙ্গের কান্দি মহকুমা আদালতের বিচারক সন্দীপ কুমার মান্না তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, খুলনা জেলার ২ নারীকে কাজ দেয়ার নাম করে ভারতে নিয়ে আসেন সাবু শেখ। পরে তাদের দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানো হয়। ২০১৬ সালের ১৪ অাগস্ট পশ্চিমবঙ্গের সালার থানার চুনশহর থেকে প্রথমে এক নারী ও পরে নদিয়ার মায়াপুর থেকে আরেক নারীকে উদ্ধার করা হয়।

সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী বলেন, ‘এ মামলায় মোট ১০ জনের নামে অভিযোগ ছিল। ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিচারক ৯ জনকে বেকসুর খালাস দিয়েছেন। সাবু শেখ এই চক্রের মূল অভিযুক্ত প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সাজা দেন বিচারক। এছাড়া দুই বাংলাদেশি নারীকে দেশে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।’

উদ্ধার হওয়া এক নারীর অভিযোগের ভিত্তিতে পুলিশ সাবু শেখসহ এই চক্রে জড়িত ১০ জনকে গ্রেফতার করে।

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।