আমিরাতে ১০ লাখ ডলারের লটারি জিতলেন প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ৩১ জুলাই ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে এক ভারতীয় বংশোদ্ভূত প্রবাসী ১০ লাখ ডলারের লটারি জিতেছেন। মঙ্গলবার দেশটির দুবাই ডিউটি ফ্রি লটারির সর্বশেষ বিজয়ী হিসেবে সন্দ্বীপ মেনন নামের ওই ভারতীয়র নাম ঘোষণা করে।

২০৯৫ সিরিজের ২৭৭ নম্বরের টিকেটে তিনি এ পুরস্কার পেয়েছেন। ১৯৯৯ সালে চালু হওয়া এই লটারির ১৩২তম ভারতীয় হিসেবে বিজয়ী হলেন কুয়েত প্রবাসী মেনন।

মেনন বলেন, আমি আমার জীবনে কোনোদিন কিছুতে জয়ী হইনি। বিশেষ করে এত বড় কিছু তো নয়ই। বড় ধরনের এই চমক দেয়ার জন্য আমি দুবাই ডিউটি ফ্রির কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

ভারতীয় এই প্রবাসী ছাড়াও আরো দু'জন বিজয়ী বিলাস-বহুল গাড়ি পেয়েছেন। মঙ্গলবার দুবাই ডিউটি ফ্রি কতৃপক্ষ বিজয়ীদের নাম ঘোষণা করে।

দুবাইয়ে বসবাসরত মিসরীয় হোসাম হুসেইন সালমান লটারিতে বিএমডব্লিউ-৭৫০এলআই ব্রান্ডের একটি গাড়ি জিতেছেন। তার টিকেটের ক্রমিক নম্বর ১৬৯১ সিরিজের ০৪২৫। এছাড়া দুবাইয়ে বসবাসরত ভারতীয় শান্তি বোস একটি বিএমডব্লিউ আর নাইন টি স্ক্রাম্বার জিতেছেন লটারিতে। তার টিকেটের নম্বর ০৮০৯ এবং সিরিজ ৩৪১।

সূত্র : খালিজ টাইমস।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।