ফরাসি নারী ইসাবেল প্রাইমের মুক্তি


প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৭ আগস্ট ২০১৫

ফরাসি নারী ইসাবেল প্রাইমকে মুক্তি দেয়া হয়েছে। তিনি আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশে ফিরে যাবেন। গত ২৪ ফেব্রুয়ারি সংঘাতপূর্ণ ইয়েমেন থেকে তাকে অপহরণ করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকে একথা বলা হয়।

প্রেসিডেন্টের দফতরের ওই বিবৃতিতে বলা হয়, ‘আমাদের দেশের নাগরিক ইসাবেল প্রাইমকে রাতে মুক্তি দেয়া হয়েছে।’
বিবৃতিতে বলা হয়, তিনি বর্তমানে ফরাসি নিরাপত্তা হেফাজতে রয়েছেন। তবে তিনি কখন দেশে ফিরবেন সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এখন পর্যন্ত অপহরণকারীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।

৩০ বছর বয়সী ফরাসি এ নারীকে তার দোভাষী শেরিন মাক্কাউর সঙ্গে অপহরণ করা হয়। এ সময় তারা কাজ করতে রাজধানী সানার যাচ্ছিলেন। অপহৃত ইয়েমেনি নাগরিক মাক্কাউকে গত মার্চ মাসে ছেড়ে দেয়া হয়। ফরাসি ওই নারী বিশ্ব ব্যাংক অর্র্থায়নে পরিচালিত একটি প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করেন।

বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের আন্তরিক প্রচেষ্টার কারণেই তাকে মুক্ত করা সম্ভব হয়েছে। প্রেসিডেন্সি ওমানের সুলতান কাবুস বিন সাইদসহ এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানায়।

একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।